Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলে ধর্ষণের দায়ে এক যুবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ।
বুধবার দুপুরে তিনি এই আদেশ দেন। মামলার রায়ে তিনি আসামীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। যুবকের নাম চান মিয়া ওরফে চান খাঁ। তার পিতার নাম মোকছেদ খাঁ বাড়ি গোপালপুর উপজেলার পাকুটিয়া উত্তর পাড়া গ্রামে। বিচারক কিশোরীর গর্ভে জন্ম নেয়া কন্যা শিশুটির পিতা হিসেবে দণ্ডিত চান মিয়াকে রায় দেন। সেই সাথে কন্যা শিশুটির বিয়ে না হওয়া পর্যন্ত তার সমস্ত ব্যয়ভার চান মিয়াকে বহন করার আদর্শ দেন। যদি ব্যয়ভার বহন না করেন তবে জেলা প্রশাসনকে দণ্ডিত ব্যক্তির সম্পদ বিক্রি করে ব্যয়ভার বহন করার আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গোপালপুর উপজেলার পাকুটিয়া উত্তরপাড়া গ্রামের এক কিশোরীকে একই এলাকার চান মিয়া (২৮) ২০০৮ সনের ২ আগস্ট বাড়িতে কেউ না থাকায় ঐ কিশোরীকে ধর্ষণ করে। পরে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে চান মিয়া একাধিকার ধর্ষণ করে। এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তাকে বিয়ে করার চাপ দিলে, চান মিয়া বিয়ে করতে অস্বীকার করে। পরে ঐ কিশোরী বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। পরে আদালত বিষয়টি তদন্তের জন্য থানায় প্রেরণ করেন। থানায় তদন্তের পর এজাহার বিষয়ে গন্য হয়। পরে ঐ কিশোরীর একটি কন্যা সন্তান জন্ম নেয়। আসামীর ডিএনএ টেস্ট এর মাধ্যমে প্রমাণিত হয় কিশোরী গর্ভে জন্ম নেয়া শিশুটি চান মিয়ার।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আব্দুল কদ্দুস। তাকে সহায়তা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি একেএম নাসিমুল হক।
আসামী পক্ষে এডভোকেট আসাদুজ্জামান খান আইয়ুব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ