Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক সিনেম্যাটিক

| প্রকাশের সময় : ১ মে, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘সিনেম্যাটিক’। ইমরাউল রাফাত-এর রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হবে মঙ্গল ও বুধবার রাত ০৯টা ০৫মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, অপর্ণা ঘোষ, মৌসুমী হামিদ, তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, আখম হাসান, সাজু খাদেম, শেলী আহসান, আরফান আহমেদ, সুজাত শিমূল, ইভানা, ইফফাত ত্রিশা, সিরাজুল ইসলাম, জিয়াউদ্দিন কিসলু ও আবুল হায়াত। একটি হাস্যরসাত্মক উপস্থাপনার মাধ্যমে ‘সিনেমা’ শব্দটি যে আমাদের প্রত্যেকের জীবনের সাথে অতোপ্রোতভাবে জড়িত- এই গল্পটি এগিয়ে চলে তার বর্ণনার মধ্য দিয়ে। একটি পরিবারের গল্প দেখবো যারা বিভিন্নভাবে চলচ্চিত্র অঙ্গনের সাথে জড়িত। তাঁদের সুখ, দুঃখ, হাসি, কান্না নিয়ে এগিয়ে যাবে এই ধারাবাহিকের গল্প। একটা সময় ছিল যখন শুক্রবার পরিবারসহ সিনেমা হলে গিয়ে ছবি দেখা নিয়মিত ঘটনা ছিল। নিদেন পক্ষে দুপুরের খাবার শেষে টিভির সামনে শাবানা-আলমগীরের ছবি। কিন্তু এখন আর সেই দিন নেই, সে জায়গাটা দখল করে ফেলেছে আমাদের বিদেশী সংস্কৃতি। কিছু মানুষ যারা ঐ সময়কার সাফাল্যের পিছনে অগ্রনী ভুমিকা রেখেছেন, কিছু আছেন যারা এ সময়েও সংগ্রাম করে যাচ্ছেন। আর কিছু জোয়ারে গা ভাসিয়ে দিয়ে শিল্পের সমাধি বানিয়ে ফেলছেন। এটি একটি কমেডি ধাঁচের ধারাবাহিক নাটক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ