Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজের চারদিন পর টাঙ্গাইলের ঘাটাইলে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চারদিন পর আজ বুধবার আতিক হাছান নামে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, টাঙ্গাইলের সখিপুর উপজেলার কুতুবপুর গ্রামের দুবাই প্রবাসী মো. বেল্লাল হোসেনের ছেলে স্কুল ছাত্র আতিক হাছান স্থানীয় কুতুবপুর রওশন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সে গত ২ এপ্রিল বাসা থেকে স্কুলে যাওয়ার পর নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তার মা আয়শা বেগম ৪ এপ্রিল সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরে থানা পুলিশ নিখোঁজ আতিক হাসানের দুই বন্ধু ওয়াহিদ ও নাহিদের নিকট থেকে আতিক হাছানের ব্যবহৃত মোবাইল জব্দ করে। এরপর তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে বুধবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া জঙ্গল থেকে আতিক হাছানের লাশ উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশ।
এ ঘটনায় নিহত আতিক হাসানের মা আয়শা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ