Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালিপাড়ায় দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কোটালিপাড়া উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালিপাড়ায় দুই মোটর সাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় বেলা ১১ টার দিকে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি তানভীরুল ইসলাম (বাঁধন) এর অ্যাপাচি মোটরসাইকেলটি উপজেলা পরিষদ ভবনের নিচে রেখে উপরে যায়। এ ফাঁকে চোরেরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালাতে গেলে স্লিপ করে পড়ে যায় এ সময় স্থানীয় জনতা তাদের হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে কোটালিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতাল ও পুলিশ সূত্র জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নাম পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে ইকবাল শেখের (৩৫) বাড়ী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় সে কংশুর গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে, অপরজন লিটন সিকদার (৪২) গোপালগঞ্জ সদর উপজেলার কোনা গ্রামের মোতাহার সিকদারের ছেলে। কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান খবর পেয়ে উপজেলা থেকে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এর আগে এ উপজেলা পরিষদ থেকে পরপর ৪টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ