বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনে অনুমোদন পাওয়া বসুন্ধরা পেপারস মিলসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আজ ৩০ এপ্রিল থেকে আবেদন শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, কোম্পানিটির আইপিওতে ৩০ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন। সাধারণত কোম্পানিগুলোর আইপিওতে বিনিয়োগকারীরা ৭ কার্যদিবস আবেদনের সুযোগ পেয়ে থাকেন। তবে বসুন্ধরা পেপারের আইপিওতে বিনিয়োগকারীরর ৬ কার্যদিবস আবেদনের সুযোগ পাবে। এর আগে বসুন্ধরা পেপার মিলসের কাট অফ প্রাইস হিসাবে ৮০ টাকা নির্ধারিত হয়। এই দরে কোম্পানি ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে। আর আইপিওতে ১০ শতাংশ কমে প্রতিটি শেয়ার ৭২ টাকা দরে ৭৫ কোটি টাকা সংওগ্রহ করা হবে। বাজার থেকে উত্তোলিত টাকা দিয়ে যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে। উল্লেখ্য, বসুন্ধরা পেপারসের ২০১৫-১৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৪৬ টাকা। আর ২০১৬ সালের ৩০ জুন পুন:মূল্যায়নজনিত সারপ্লাসসহ নিট শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ দশমিক ৪৯ টাকা। যা পুন:মূল্যায়ন ছাড়া ১৫ দশমিক ৭৯ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দাঁয়িত্বে রয়েছে এএএ ফাইন্যঅন্স অ্যান্ড ইনভেষ্টমেন্টস। গত ৩০ জানুয়ারি বিএসইসির ৬২৭তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদনে দেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।