বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ৯৫ ভাগ মুসলমানের দেশে নির্বাচনে ইসলামের পক্ষে সমর্থন আসে না। আফসোস এদেশবাসী ইসলামের পক্ষে সমর্থন দেয় না। তিনি বলেন, ইসলামবিরোধী শক্তিগুলো যদি ইসলামের বিরুদ্ধে এক হতে পারে, ইসলামপ্রিয় মুসলমানরা কেন ইসলাম প্রশ্নে তাগুত ছেড়ে এক হতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তাগুতি শক্তি ও অভিশপ্ত নারী নেতৃত্ব পরিহার করে ইসলামী শক্তির ঐক্য হলে ইসলামী শাসন প্রতিষ্ঠা হতে সময় লাগবে না। মুসলমানদের অনৈক্যের কারণে তাগুতি শক্তিগুলো বার বার সুযোগ নিচ্ছে।
পীর সাহেব বলেন, ইসলাম বিজয়ী না থাকায় সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস, চুরি-ডাকাতি ধর্ষন মহামারি আকার ধারণ করছে। ধর্ষণের জন্য আমরা মনে করি শট পোশাক ও অশ্লীলতাও অনেকাংশে দায়ি। সমাজে পর্দার বিধান থাকলে ইভটিজিং, ধর্ষণ, নারী হত্যা, এসিড নিক্ষেপ অনেকাংশে কমে যাবে ।
আজ শনিবার বিকেলে ফরিদপুরের নগর কান্দা উপজেলার এম.এন একাডেমী মডেল হাইস্কুল মাঠে বিশাল জনসমূদ্রে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মহাসম্মেলনে বরেণ্য উলামায়ে কেরাম তাশরিফ আনেন এবং গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।
কুমিল্লায় কর্মশালা
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। চান্দিনা সদর আইএবি মিলনায়তনে উপজেলা সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমীর সভাপতিত্বে এবং সেক্রেটারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যব, সেক্রেটারী এম এম বিলাল হোসাইন নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।