বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। রাজধানীতে সংগঠনটির মিছিল পুলিশের লাাঠিচার্জ এবং ১২জন নেতাকর্মীকে আটক করেছে বলে অভিযোগ করা হয়েছে। বিএনপি প্রধানের মুক্তির দাবিতে গতকাল (রোববার) স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের নেতৃত্বে হাইকোর্টের দক্ষিণ গেইটে বিক্ষোভ মিছিল করে করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে আসলেই পুলিশ লাঠিচার্জ করে। এতে মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় পুলিশ মিছিল থেকে ১২ জন নেতাকর্মীকে আটক করে। এদের মধ্যে কেন্দ্রীয় নেতা জেড আই কামাল, ঢাকা মহানগর দক্ষিণ বংশাল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহবুব, মহানগর নেতা আবুল কাশেম, ফয়সাল এবং উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আলীসহ ১২ জন।
এদিকে মিছিল শেষে আব্দুল কাদির ভুইয়া জুয়েল তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহগোগী সংগঠনের চলমান শান্তিপূর্ণ কর্মসূচি থেকে নেতাকর্মীদেরকে অব্যাহতভাকে গ্রেফতার করছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া বেগম জিয়া বর্তমানে ভীষণ অসুস্থ হলেও তাঁর যথাযথ চিকিৎসার বিষয়ে টালবাহানা করে যাচ্ছে সরকার। দলের পক্ষ থেকে বারবার দাবি জানানো সত্তে¡ও দেশনেত্রীর পছন্দানুযায়ী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার সুযোগ না দেয়া সরকারের গভীর চক্রান্তেরই অংশ। বর্তমান জনবিচ্ছিন্ন সরকার বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া আগামী জাতীয় নির্বাচন করার যে নীল নকশা আঁটছে সেটি আরও স্পষ্ট হয়ে উঠছে দেশনেত্রীর প্রতি সরকারের চরম অমানবিকতায়। তবে বেগম খালেদা জিয়া ছাড়া এদেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না, হতে দেয়া হবে না। দেশনেত্রীর নি:শর্ত মুক্তি না হওয়া পর্যন্ত বিএনপি’র পাশাপাশি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগাম থেকে পিছপা হবে না। গ্রেফতার ও ভয়ভীতি দেখিয়ে কোন চক্রান্ত বাস্তবায়ন করতে পারবে না বর্তমান ভোটারবিহীন সরকার। এসময় মিছিলে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান, মহানগর দক্ষিণের সভাপতি এস এম জিলানী, উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হক হক রিয়াজ, সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রহমান মানিক, আনু মোহাম্মদ শামীম আজাদ, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের ঝিলন, উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির প্রমুখ।
রাজধানী ছাড়াও স্বেচ্ছাসেবক দল রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট মহানগরসহ হবিগঞ্জ, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর, কিশোরগঞ্জ, ভোলা, চাঁদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, পাবনা, টাঙ্গাইল, বগুড়া, বরগুনা, পটুয়াখালী, জয়পুরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, নাটোর, গাইবান্ধা, ঝিনাইদহ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষিরা, পিরোজপুর, ঝালকাঠি, শেরপুর, জামালপুর, নেত্রকোণা, বাগেরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়িতেই বিক্ষোভ মিছিল করেছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।