Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশে পুলিশের বাধা

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে ঃ বৃষ্টিকে উপেক্ষা করেই গতকাল প্রতিবাদ সমাবেশ শুরু করেছিল জেলা স্বেচ্ছাসেবক দল। বৃষ্টি বাঁধা হতে না পারলেও বাঁধা হয়ে দাড়াঁল পুলিশ। স্বেচ্ছাসেবক দলের ব্যানারে শান্তিপূর্ণ কর্মসূচি সমাপ্তি ঘোষানাও সময় দেয়নি পুলিশ।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা স্বেচ্ছাসেবক দল গতকাল বলা ১১ টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পাশের সড়কে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশে স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক জাহিদ হাসান রোজেল বলেন, ‘বর্তমানের বিনা ভোটে নির্বাচিত সরকার নাজিম উদ্দিন রোডে বেগম খালেদা জিয়াকে নয়, বন্দি করে রেখেছে গণতন্ত্রকে। এই সরকারের অগণতান্ত্রিক কর্মকান্ডের বিরুদ্ধে বেগম জিয়া সর্বদা আন্দোলন করে এসেছেন। আর এই গণতান্ত্রিক আন্দোলনকে বাঁধাগ্রস্থ করার জন্য, গণতন্ত্রকে চিরতরে বিদায় করার লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের সাহায্য নিয়ে শেখ হাসিনা ক্ষমতার মসনদে বসে আছেন। আর ওই ক্ষমতার মসনদে বসে বাংলাদেশের মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন চালাচ্ছে। যখনই কেউ এর বিরুদ্ধে কথা বলেছে তখন তাকে ষড়যন্ত্র করে ফাসানো হয়েছে। প্রধান বিচারপতি এ সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাই তাঁকে ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করেছে। স¤প্রতি তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে মিথ্যাচার করছে, অপপ্রচার চালাচ্ছে। ষড়যন্ত্র করে, অত্যাচার, অনাচার করে কোন সরকার কখনোই ক্ষমতায় থাকতে পারে নাই। স্বৈরাচারী এরশাদের দল এখন সরকারের দালালি করে। কিন্তু বিএনপি দালালি করে না। বিএনপি চিন্তা করে সাধারণ মানুষের, বাংলার জনগণের, গণতন্ত্রের। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করতে হবে।
জাহিদ হাসান রোজেলের বক্তব্য শেষ হবার পরপরই পুলিশের হস্তক্ষেপে প্রতিবাদ সমাবেশ বন্ধ করে দিতে বাধ্য হয় জেলা স্বেচ্ছাসেবক দল।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক জাহিদ হাসান রোজেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক মঞ্জুর হোসেন মোল্লা, মহানগর ছাত্রদলের যুগ্ম আহŸায়ক মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আলী, সাইদুর জামান, বজলুর, নাঈম, বাবলু, রাসেল আহমেদ, রাসেল মাহমুদ প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ