Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে ম্যাটস্ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


টাঙ্গাইল জেলা সংবাদদাতা : ৪ দফা দাবি আদায়ে ২০১৭ সাল থেকে চলমান আন্দোলনের সার্বিক পরিস্থিতি এবং পরবর্তী কর্মসূচি বিষয়ে সংবাদ সম্মেলন করেছে টাঙ্গাইল জেলা ম্যাটস্ ছাত্র সংসদ। গতকাল রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিডিএমএ সভাপতি ডা. আশরাফুজ্জামান, ডা. সহ-সভাপতি সেলিম সিদ্দীকী, অর্থ সম্পাদক ডা. কামরুজ্জামানসহ টাঙ্গাইল জেলা ম্যাটস্ ছাত্র সংসদের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০০৯ সালের স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক অনতিবিলম্বে “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামে বোর্ড গঠন করতে হবে। বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) মোতাবেক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। কমিউনিটি ক্লিনিকে সরকারী ভাবে ১০ম গ্রেডে নিয়োগ ও বেসরকারী ক্লিনিক-হাসপাতালে ম্যাটস্ থেকে পাশকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও বাস্তবায়ন করতে হবে। এবং ইন্টার্ন ভাতা প্রদান এই ৪ দাবি মানতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ