Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে -জাতীয় পার্টির মহাসচিব

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : আগামী জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। রোববার মাদারীপুরের শিবচর উপজেলার উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এসব কথা বলেন। এসময় জাতীয় পার্টির অন্যতম নেতা বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, আওয়ামী লীগ সংসদীয় দলের সেক্রেটারি ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর ই আলম চৌধুরী এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবুল এমপি, কাজী ফিরিাজ রশীদ এমপি উপস্থিত ছিলেন। জাতীয় পার্টিও শীর্ষ নেতৃবৃন্দ এ সংসদীয় আসনের পরিকল্পিত উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। বিকেলে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত সুধি সমাবেশে অংশ নিয়ে জাতীয় পার্টির শীর্ষ ৪ নেতা শিবচরের পরিকল্পিত উন্নয়ন দেখে সরকার ও স্থানীয় সংসদ সদস্যর ভূয়সী প্রশংসা করেন। পৌর মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম তালুকদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ, উপজেলা আওয়ামী লীগর সভাপতি সামসুদ্দিন খান, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ