বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা: ফরিদপুরের ৯টি উপজেলায় মাদক ব্যবসায়ীরা নিয়ন্ত্রণহীন। উপজেলার গ্রামে গ্রামে মাদক ছড়িয়ে পড়েছে। মাদকের কারণে উঠতি বয়সের ছেলে মেয়েরা ধংসের পথে চলে যাচ্ছে। সাম্প্রতিক ফরিদপুরের ৯টি উপজেলার মধ্যে সদর উপজেলা, মধুখালী উপজেলা, নগরকান্দা, ভাঙ্গা ও চরভদ্রাসনে মাদক ব্যবসায়ীরা প্রভাবশালী নেতাদের সাথে যোগসাজসে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থী ও অভিভাবকরা সর্বক্ষণ আতংকের মধ্যে থাকে কখন তার কোমলমতি সন্তানটি লেখাপড়া বন্ধ করে মাদকের নেশায় জড়িয়ে পরে। বেশীরভাগ অভিভাবকরা জানান, মাদক অভিযানে র্যাবের অভিযানে সফলতা থাকলেও অন্য আইনশৃঙ্খলা বাহিনীরা এ বিষয়ে নিরব ভূমিকা পালন করছে। তাদের দাবী দ্রæত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করা হোক। যদি এখন থেকেই এ পদক্ষেপ না নেওয়া হয় ফরিদপুর জেলাটি মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি পাবে। ফরিদপুরে প্রতিদিন ৫টি পয়েন্টে প্রায় কোটি টাকার মাদক কেনা-বেচায় হয়। প্রশাসনের এক শ্রেণীর সুবিধাভোগী ও প্রভাবশালী কিছু নেতারা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।