Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলা, আহত ৪

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা: উপজেলার ময়না ইউনিয়নের পাচময়না গ্রামে এক মাদ্রসার ছাত্রীকে উত্ত্যক্তর প্রতিবাদ করায় বখাটে কলেজ ছাত্র শাকিব মোল্যা (১৮) ও তার লোকজনের হামলায় ওই ছাত্রীর আপন ৩ চাচাসহ ৪জন আহত হয়েছে বলে জানা গেছে। গত শনিবার সন্ধ্যায় পাচময়না গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত ওই ছাত্রীর চাচা মো. সাইফুল ইসলাম (৩০), তুহিন মোল্যা (৩২), লাল মিয়াকে (৪০) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে সাইফুল ইসলাম বলেন, তার ভাতিজি হাটখোলারচর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় ১০ শ্রেণীর ছাত্রী। আমার ভাতিজিকে মাদ্রসায় যাওয়া আসার পথে পাচময়না গ্রামের ওসমান মোল্যার বখাটে ছেলে শাকিব মোল্যা (১৮) গত এক বছর ধরে বিয়ে প্রস্তাবসহ কু-প্রস্তাব দিয়ে আসছে। আমরা বিভিন্ন সময় শাকিবকে এ সব থেকে বিরত থাকার জন্য অনুরোধ করি। এক পর্যায় সে আমাদের কথায় কর্ণপাত না করায় শনিবার বিকেলে তার অভিভাবককে বিষয়টি অবহিত করি। এতে সে ক্ষিপ্ত হয়ে তার সাথে আরো ২০/২৫জন লোক দেশীয় অস্ত্রসজ্জীত হয়ে ওইদিন সন্ধ্যায় আমাদের বাড়িতে এসে হামলা করে ও আমাদের মারধর করে। এ ব্যাপারে শাকিবের বড় ভাই হুমায়ন মোল্যা মোবাইলে বলেন, ওই ছাত্রীর সাথে কি হয়েছে আগে পরে এ সব কোন কিছু জানতাম না। তিনি তাদের ওপর পাল্টা হামলার অভিযোগ করেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, মারধরের কথা শুনেছি গতকাল রোববার বিকেল পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ