বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরের মৌবাড়িয়া গ্রামে এনামুল কাজী নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় ওই এলাকায় লুটপাট অব্যাহত রয়েছে। স্থানীয় মামুন বাহিনী নামে একটি সন্ত্রাসী চক্র লুটপাটের এ তান্ডবলীলা চালিয়ে যাচ্ছে বলে ভূক্তভোগীরা অভিযোগ করেছেন। সর্বশেষ শনিবার রাতে আব্দুল মান্নান নামে এক ব্যক্তির লক্ষাধিক টাকা মূল্যের একটি গরু লুট করেছে মামুন বাহিনীর সন্ত্রাসীরা। গরু লুটের ঘটনা স্থানীয় পিপুলবাড়িয়া ক্যাম্পের ইনচার্জ মনোয়ার হোসেনেকে জানানো হলে তিনি গরু উদ্ধারে কোন পদক্ষেপ নেননি বলে গরুর মালিক আব্দুল মান্নান সূত্র জানিয়েছে।
জানা গেছে, আব্দুল মান্নানের ক্রয় করা একটি লাল রংয়ের এড়ে গরু প্রতিবেশী মৃত ভরস উদ্দিনের ছেলে মুতালিব হোসেনের কাছে লালন পালন করতে দেয় মান্নান। দীর্ঘদিন ধরে গরুটি পালন করা হলে গরুটির মূল্য লক্ষাধিক টাকা মূল্যে দাড়ায়। এনামুল কাজী হত্যার সূত্র ধরে মামুন বাহিনীর সন্ত্রাসীরা ওইদিন রাতে গরুটি লুট করে নেয়। এঘটনা পুলিশকে জানানোর পরও পুলিশ কোন ভূমিকা না নেয়ায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এ হত্যাকান্ডের পরই প্রতিপক্ষের বাড়ি লুট ও অগ্নিসংযোগ করা হলে সেসময়ও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। এমনকি সেসময় অগ্নিসংযোগ ও লুটপাটের মামলা দৌলতপুর থানায় দিতে গেলে থানা মামলা না নেয়ায় তারা আদালতের স্মরণাপন্ন হোন। উল্লেখ্য, গত ২৩ মার্চ রাতে উপজেলার মৌবাড়িয়া গ্রামের মসজিদ ও ঈদগাহর জায়গা ঘেরা নিয়ে নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এনামুল কাজী নিহত হন। হত্যাকান্ডের পর থেকে হত্যাকান্ডকে ঘিরে মৌবাড়িয়া গ্রামে একটি পক্ষ লুটপাট ও অগ্নিসংযোগ অব্যাহত রাখলেও পুলিশের নীরব ভূমিকায় সাধারণ জনমনে সংশয় ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে গরু লুটের বিষয়ে পিপুলবাড়িয়া ক্যাম্পের ইনচার্জ মনোয়ার হোসেনে জানান, গরুটি লুট করা হয়নি। সন্ধ্যার পর মুতালিবের বাড়ির গরুর ঘর থেকে গরুটির বাঁধন খুলে গেলে গরুটিকে আর পরে খুঁজে পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।