Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

চাঁদপুর প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


চাঁদপুর জেলা সংবাদদাতা : উৎসবমুখর পরিবেশে চাঁদপুর প্রেসক্লাবের ২০১৮ সালের কার্যকরী কমিটির অভিষেক ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে গত শনিবার সন্ধ্যা ৬টায় থেকে মধ্যরাত পর্যন্ত অভিষেক, গুণিজন সংবর্ধনা, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মিলনমেলার এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিক, শিক্ষক, সুশীল সমাজ, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও সাবেক সভাপতি বি এম হান্নান ও শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে অনেক কাজ করছেন। তিনি চাঁদপুর প্রেসক্লাবের জন্যই শুধু নয়, জাতীয় প্রেসক্লাবকে ৩১তলা বিশিষ্ট ভবন করে দিচ্ছেন। ইতিমধ্যেই তার কাজ শুরু হয়েছে। তিনি আরো বলেন, গোটা বাংলাদেশের মধ্যে চাঁদপুর হচ্ছে একটি সুনামধন্য জেলা। এই জেলার বহু কৃতি সন্তান দেশের উচ্চতর স্থানে কর্মরত। তাই আমি মনে করি এই জেলায় কোনো অন্যায়কারি থাকতে পারে না। এখান থেকে নিয়মিত অনেকগুলো দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। এটা আনন্দের বিষয়। তবে সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে আরো বেশী সচেতন ও যতœবান হয়ে সংবাদ পরিবেশন করবেন। সংবর্ধিত অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মনিরুল ইসলাম, পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসেন, শিল্পপতি জয়নাল আবেদীন মজুমদার (সিআইপি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গণি পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ