Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উল্লাপাড়ায় ঘর পেল অসহায় শেফালী

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফেসবুক মাধ্যমে প্রচারের কল্যাণে শেফালী খাতুন নামে এক অসহায় বিধবা মহিলা ঘর পেল। শেফালী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাখুয়া গ্রামের মৃত মিলন হোসেনের স্ত্রী। রোববার দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে ওই ঘর হস্তান্তর করা হয়। উল্লাপাড়া আলোকিত ফেসবুক গ্রæপ নামে একটি গ্রæপের উদ্যামীরা তাকে দুটি সন্তান নিয়ে মাথা গোজার ঠাঁই ঘর তৈরী করে দিল।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বাখুয়া গ্রামের মিলন হোসেনের স্ত্রী শেফালী খাতুনের সুখের সংসার ভালই কাটছিল। হঠাৎ তার জীবনে নেমে আসে কাল বৈশাখি ঝড়। তার স্বামী ২০১৬ সালে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। অসুস্থ স্বামীকে বাঁচাতে তিনি তার ভিটে মাটিসহ সব বিক্রি করে তাকে বাঁচাতে পারেনি। স্বামীর মৃত্যুর পর দুটি শিশু সন্তান নিয়ে মহাবিপাকে পড়ে যান। অন্যর বাড়িতে দিনভর কাজ করে যা পেতেন তাই নিয়ে কোন রকম চলছিল তার সংসার। কিন্তু তার থাকার মত কোন ঘর ছিল না। দুটি সন্তান নিয়ে কোন রকম অন্যর ঝুপড়ি ঘর কিংবা বারান্দায় তার গত ২ বছর ধরে রাত কাটছিল। তার এই অসহায়ত্বের কথা শুনে উল্লাপাড়া আলোকিত ফেজবুক গ্রæপ নামে একদল উদ্যামী সমাজসেবী মানুষ তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এই গ্রæপের সদস্যরা নিজেরাই চাঁদা তুলে শেফালীর স্বামীর ভিটেয় তাকে থাকার জন্য টিনের ঘর তুলে দিয়েছে। ঘর পাওয়ার পর অনুষ্ঠানে শেফালী খাতুন তার দুটি সন্তান নিয়ে আনন্দে ডুকরে কেঁদে ওঠে। রোববার দুপুড়ে শেফালীকে আনুষ্ঠানিকভাবে সন্তানসহ সেই ঘরটিতে তুলে দেয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উল্লাপাড়া আলোকিত ফেসবুক গ্রæপের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার, কলামিষ্ট, সাহিত্যিক ইসহাক খান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়, উল্লাপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.আবু সালেক, বিশিষ্ট লেখিকা শ্যামলী খান, উল্লাপাড়া ফেসবুক গ্রæপের উপদেষ্টা মো.সেলিম রেজা। বক্তব্য রাখেন ফেসবুক গ্রæপটির উপদেষ্টা রাজু আহম্মেদ,আবুল হোসেন, সাধারণ সম্পাদক রায়হান আলী প্রমূখ। অনুষ্ঠানে অতিথিদের অনুরোধে শেফালী খাতুনের জীবন চালানোর জন্য একটি সেলাই মেশিন দেয়ার প্রতিশ্রæতি দেন ইউপি চেয়ারম্যান। উল্লেখ্য এই গ্রæপটি দীর্ঘদিন ধরে এমন বিভিন্ন সামাজিক কর্মকাÐ কাজ করে আসছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ