বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহŸান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। গতকাল (রোববার) দারুল উলুম হাটহাজারী মাদরাসায় হেফাজতে ইসলামের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহŸান জানান। তিনি বলেন, ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের মধ্যে নামায একটি ফরজ এবাদত। নামাজ মানুষকে সকল কুসংস্কার ও অপসংস্কৃতি থেকে বিরত রাখে। তাই মুসলমানদের ঘরে ঘরে নামাজি সৃষ্টি করার জন্য ওলামায়ে কেরামকে দাওয়াতের মেহনত আরো মজবুত করতে হবে। সাধারণ রয়স্ক মুসলমানদের নামাজ বিশুদ্ধ করার লক্ষে আগামী রমজান মাসে নিজ নিজ এলাকায় সহীহ নমাজ ও কোরআন শিক্ষা চালু করার জন্য তিনি সর্বস্তরের হেফাজত নেতাকর্মী এবং ওলামায়ে কেরামের প্রতি আহŸান জানান। সভায় হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, পার্বত্য চট্টগ্রামকে পূর্ণাঙ্গ খ্রিস্টান অঞ্চল বানাতে ষড়যন্ত্র চলছে। সেখানে খ্রিস্টান মিশনারী অনেক এনজিও এবং কাদিয়ানীরা আস্তানা গেড়েছে। আমরা জানতে পেরেছি, ডেনমার্কের কোপেনহেগেনে বিভিন্ন দেশের ১২ জন খ্রিস্টান সদস্য নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন গঠন করা হয়েছে। এ কমিশন জাতিসংঘের দায়িত্বশীল কোন সংস্থা নয় কিংবা বাংলাদেশ সরকারের উদ্যোগে গঠিত কোন সংগঠনও নয়। তিনি বলেন, আমাদের এই ভূ-খÐের প্রাকৃতিক-খনিজ সম্পদ গ্রাস করতে এবং এ অঞ্চলের মানুষদের ঈমান ছিনিয়ে নিতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।
সভায় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা সলিমুল্লাহ, মাওলানা শেহাবুদ্দিন, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা আহমদ দিদার, মাওলানা আনাস মাদানী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা মঈনুদ্দিন নানুপুরী, মাওলানা আইয়ুব বাবুনগরী, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা হাফেজ তৈয়ব, মাওলানা হাজী ইউসুফ, মাওলানা জাফর আহমদ, মাওলানা মীর ইদরিস প্রমুখ। সভায় আগামী ২৯, ৩০ নভেম্বর চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।