Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় পার্টির সহ-সভাপতি বুলু আর নেই

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


নীলফামারী জেলা সংবাদদাতা: জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নীলফামারী জেলা শহরের বাজার পাড়ার বাসিন্দা মাহবুব আলী বুলু (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার রাত এগারটার দিকে আমেরিকার নর্থশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান তার পরিবার। মাহবুব আলী বুলু জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং আমেরিকায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া নীলফামারী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সদ্য প্রয়াত মাহবুব আলী বুলুর বড় ভাইয়ের ছেলে মসফিকুল সালেহিন মিথুন বলেন, আগামীকাল মঙ্গলবার রাতের মধ্যে চাচার মৃতদেহ দেশে আসার কথা রয়েছে। বুধবার দুপুরে নামাজে জানাজা শেষে শহরের প্রদান কবরস্থানে দাফন করা হবে ।

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ