Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজে রজতজয়ন্তী উৎসব পালিত

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বাজিতপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : দেশের স্বনামখ্যাত জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে গোটা ক্যাম্পাস প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখরিত। ‘প্রাণের উৎসবে প্রিয় প্রাঙ্গণে’ লেখাবিশিষ্ট ব্যানারকে সামনে রেখে তিন দিনব্যাপী (২৭, ২৮ ও ২৯ এপ্রিল) অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন গত শনিবার বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে দিনভর। সকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মাহমুদুল আজিজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আফজাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সারওয়ার আলম, জহুরুল ইসলাম মেডিক্যালের জিএম আলহাজ সামসুর রহমান চৌধুরী, কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক আবু লুৎফে ফজলে রহিম খান ও পরিচালক অধ্যাপক ডা. বাহারউদ্দিন ভূঞা প্রমুখ। কলেজের প্রথম ব্যাচের কৃতী শিক্ষার্থী অধ্যাপক ডা. সেলিনা আক্তার স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রজতজয়ন্তী উৎসব কমিটির সদস্যসচিব শেখ ফয়েজ আহমদ। অনুষ্ঠানে কলেজের প্রথম ব্যাচ থেকে শুরু করে ২৭তম ব্যাচ পর্যন্ত কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।
ভারত, নেপালসহ বিভিন্ন দেশের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরাও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে তিনদিনের এ অনুষ্ঠানমালায় অংশ নেন। গতকাল রোববার আমন্ত্রিত অতিথিদের প্রাতরাশ গ্রহণের পর অনুষ্ঠানমালা সম্পন্ন হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ