প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: দেশের অন্যতম চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল স¤প্রতি বাতিল করেছে ইউটিউব কর্তৃপক্ষ। চ্যানেলটি এখন আর দেখা যাচ্ছে না। জানা যায়, নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির চ্যানেল বাতিল করা হয়েছে। নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে ইউটিউব থেকে গত তিন মাসে বিশ্বের ৮৩ লাখেরও বেশি ভিডিও সরানো হয়েছে বলে বিবিসির খবরে জানা গেছে। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চ্যানেলটি বাতিলের তথ্য নিশ্চিত করে বলেন, এটি যেহেতু টেকনিক্যাল ব্যাপার তাই বিষয়টি আমাদের টেকনিক্যাল টিমই দেখছেন। তবে নির্দিষ্ট কোন ভিডিওর কারণে এটি বাতিল করা হয়েছে তা জানাতে পারেননি এ প্রযোজক। তবে এই চ্যানেলটি বন্ধ হওয়ার পরে জাজ মিউজিক নামে নতুন আরেকটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। উল্লেখ্য, দুই বছর আগেও একবার জাজের চ্যানেল বাতিল করা হয়েছিল। কপিরাইট নিয়ে ঝামেলা হওয়ায় তখন বন্ধ করা হয়েছিল। এরপর পুনরায় আবার চ্যানেলটি চালু করা হয়েছিলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।