Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পপুলার লাইফের টার্গেট অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের কক্সবাজার আনন্দ ভ্রমণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর টার্গেট অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের কক্সবাজার আনন্দ ভ্রমন-২০১৮ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোটেল সী প্যালেসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সম্মানিত সদস্য গকুল চাঁদ দাস, নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) খলিল আহমদ ও পরিচালক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। আরও উপস্থিত ছিলেন কোম্পানীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রায় ৪ হাজার কর্মকর্তা/কর্মী অংশগ্রহণ করেন। শ্রেষ্ঠ সার্ভিস সেল ইনচার্জ ৩ জন, শ্রেষ্ঠ এজেন্ট ১০ জন, শ্রেষ্ঠ ইউনিট ম্যানেজার ১০ জন ও শ্রেষ্ঠ বি এম ১০ জনকে কোম্পানীর পক্ষ থেকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পপুলার লাইফ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ