Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

এনআরবিসি ব্যাংক-ডিপিডিসি’র বিদ্যুৎ বিল আদায়ে চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর মধ্যে পোস্ট পেইড এবং প্রি-পেইড গ্রাহকদের বিদ্যুৎ বিল আদায়ের জন্য সংশোধিত ইউনিফর্ম চুক্তি স্বাক্ষর হয়েছে। ডিপিডিসি কার্যালয়ে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ এবং ডিপিডিসির কোম্পানী সচিব জয়ন্ত কুমার সিকদার স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় ডিপিডিসির পোস্ট পেইড এবং প্রি-পেইড গ্রাহক অনলাইনে এনআরবিসি ব্যাংকের সকল শাখার মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ এবং রিচার্জ করতে পারবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার বিকাশ দেওয়ান, এনআরবিসি ব্যাংক’র উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, ফিনান্সিয়াল ইনক্লুশন ও এডিসি বিভাগের প্রধান কাজী মো. শাফায়েত কবির, এসইভিপি ও আন্তর্জাতিক বিভাগের প্রধান কবির আহমেদ, ইভিপি ও সিএফও হারুন অর রশিদসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনআরবিসি

২৪ সেপ্টেম্বর, ২০২২
৩ সেপ্টেম্বর, ২০২২
২০ আগস্ট, ২০২২
১৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ