পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর মধ্যে পোস্ট পেইড এবং প্রি-পেইড গ্রাহকদের বিদ্যুৎ বিল আদায়ের জন্য সংশোধিত ইউনিফর্ম চুক্তি স্বাক্ষর হয়েছে। ডিপিডিসি কার্যালয়ে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ এবং ডিপিডিসির কোম্পানী সচিব জয়ন্ত কুমার সিকদার স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় ডিপিডিসির পোস্ট পেইড এবং প্রি-পেইড গ্রাহক অনলাইনে এনআরবিসি ব্যাংকের সকল শাখার মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ এবং রিচার্জ করতে পারবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার বিকাশ দেওয়ান, এনআরবিসি ব্যাংক’র উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, ফিনান্সিয়াল ইনক্লুশন ও এডিসি বিভাগের প্রধান কাজী মো. শাফায়েত কবির, এসইভিপি ও আন্তর্জাতিক বিভাগের প্রধান কবির আহমেদ, ইভিপি ও সিএফও হারুন অর রশিদসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।