Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইভটিজিংয়ের ঘটনায় জরিমানার টাকা বিচারকের পকেটে

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


তানোর (রাজশাহী) উপজেলার সংবাদদাতা : রাজশাহীর তানোরে এক ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় যুবককে জেলে রেখে ১লাখ ৩০ হাজার টাকা জরিমানা করে মীমাংসা করা হয়েছে। তবে জরিমানার ২০ হাজার টাকা ওই ছাত্রীর পরিবারকে দেয়া হয়েছে। বাকী টাকা বিচারকরা পকেটে রেখে দিয়েছেন। এ দিকে, লজ্জায় ও ক্ষোভে প্রায় ২০দিন ধরে ওই ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। বর্তমানে এ ঘটনায় আটক রানা ইসলাম রাজশাহী জেল হাজতে রয়েছেন।
জানা যায় ইভটিজিং এর অভিযোগে দায়ের করা মামলায় আদালত জামিন না দেয়ায় গত ১৪ মার্চ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আলাউদ্দিন, ছেলে পিতা খফিল উদ্দিন মেয়ের ভাই জাহাঙ্গীর (বাবুর) নেতৃত্বে ছেলের বাড়ীতে শালিস বৈঠক বসে। বৈঠকে রানা ইসলামকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জরিমানার টাকা বিচারকদের হাতে দেয় রানা ইসলামের পিতা কফিল উদ্দিন। কিন্তু ওই ছাত্রীর পরিবারের লোকজনের অভিযোগ, তাদেরকে মাত্র ২০ হাজার টাকা খরচবাবদ দেয়া হয়েছে। বাকী টাকা বিচারকেরা পকেটে রেখে দিয়েছেন। তবে এঘটনার পর মেয়ে লজ্জায় স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এলাকায় কানাঘুঁষা হওয়ায় বাড়ির বাইরেও যেতে পারছে না। তবে তিনি ওই বখাটে যুবকের শাস্তির দাবি করেছেন। তবে অভিযুক্ত রানা ইসলামের বাবা কফিল উদ্দিনের দাবি, তার ছেলে প্রতিহিংসার শিকার। কারণ তাকে ফাঁসানো হয়েছে। আমার ছেলেকে আমি ছোট থেকে চিনি সে এ ধরনের কাজ করতে পারেনা।
এ নিয়ে আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী ফরহাদও আলাউদ্দিন জানান, আমরা রাজনৈতিক নেতা আমাকে জনগনের কথা শুনতে হয়। তাই দুই পক্ষকে নিয়ে বিচারটি মীমাংসা করে দিয়েছি। মেয়ের পরিবারের মামলা মোকাদ্দামা করতে যা খরচ হয়েছে। তা ছেলের বাবাকে দিতে বলেছি। তবে জরিমানার টাকার পরিমাণ ও পকেটে রাখার বিষয়টি অস্বীকার করেন তিনি।
এ বিষয়ে মেয়ের ভাই জাহাঙ্গীর আলম (বাবু) জানান, মিমাংসা করে সে কাগজপত্র আদালতে দেয়া হয়েছে। মামলার খরচবাবদ কিছু টাকা দিয়েছে। তবে কতটাকা জরিমানা করা হয়েছে। সে বিষয়টি জানেনা তিনি বলে এড়িয়ে যান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ