Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে -মেয়র আ জ ম নাছির

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নান্দনিক নগর গড়ে তোলার লক্ষে সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালনা করছে সিটি কর্পোরেশন। এর মাধ্যমে চট্টগ্রামের হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। নগরীর বিভিন্ন স্পটে ছোট ছোট কাজের মাধ্যমে সৌন্দর্যবর্ধন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকবে। তিনি এ কার্যক্রমে কর্পোরেট হাউজগুলোর সহযোগিতা কামনা করেন। গতকাল (মঙ্গলবার) নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে পশ্চিম দক্ষিণ কর্নারে নেভাল এভিনিউ ত্রিভুজ চত্বরের সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন শেষে একথা বলেন। এসময় স্থানীয় কাউন্সিলর মোঃ সলিম উল্লাহ বাচ্চু, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, ডেজী মদুদ, চসিক প্রধান পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, জনসংযোগ কর্মকর্তা মোঃ আবদুর রহিম, বার্জার পেয়েন্টসের জেনারেল ম্যানেজার মার্কেটিং সাদেক নেওয়াজ, রিজিউনাল ম্যানেজার নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রায় ১১ লাখ টাকা ব্যয়ে সৌন্দর্যবর্ধন প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
আইনজীবীদের সংবর্ধনা
চসিকের আয়োজনে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সংবর্ধনা নগরীর জামালখানের একটি কমিউনিটি সেন্টারে সোমবার রাতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাজিম উদ্দিন চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন খোকন বক্তব্য রাখেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ