বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ব্যুরো : বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ও আসন্ন সিটি কর্পোরেশনে দলীয় মেয়র প্রার্থী ডাঃ মনীষা চক্রবর্তীর অন্তবর্তকালীন জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিজ্ঞ জেলা দায়রা জজ এনায়েত করিম । গতকাল জনাকীর্ণ আদালতে আইনজীবী সমিতির সভাপতি এবং সরকারী কৌশলী সহ অর্ধশতাধীক আইনজীবীর শুনানী শেষে আদালত জামীন মঞ্জুর করেন। গত ১৯ এপ্রিল ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে ও তাদের লাইসেন্স প্রদানের দাবিতে রিক্সা শ্রমিকেরা ভূখা মিছিল বের করে। সেদিন বরিশাল সিটি কর্পোরেশনের সামনে প্রতিবাদ সমাবেশ করে মিছিল সহকারে ফেরার পথে ফজলুল হক অ্যাভেনিউ এলাকায় পৌছালে পুলিশ মিছিলের উপর লাঠিচার্জ করে। অবশ্য পুলিশ দাবি করেছে মিছিলকারীরা কর্তব্যরত পুলিশের উপর হামলা করেছে। হামলায় কোতেয়ালি থানার এসি শাহনাজ বেগম, ওসি মোঃ আওলাদ হোসেন সহ ২০ পুলিশ কর্মকর্তা ও কনস্টবল আহত হয়েছে বলে দাবী করা হয়। পরে মিছিল থেকে বাসদের জেলা আহŸায়ক হাবিব রুম্মন, ডাঃ মনীষা চক্রবর্তী সহ ৬ জনকে পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পুরিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন সহ অন্য কয়েকটি আইনে পুলিশের কাজে বাঁধা দেয়া সহ পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়। গ্রেফতারকৃতদের জামিনের জন্য চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হলে তা প্রাথমিক শুনানীতেই না মঞ্জুর করা হয়। গতকাল বিজ্ঞ জেলা ও দায়রা জজ শুধুমাত্র ডাঃ মনীষার জামিন মঞ্জুুর করে অন্য অভিযুক্তদের জামিনের আবেদন সম্পর্কে পূর্নাঙ্গ শুনানীর তারিখ ধার্য করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।