প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দুই বছর পর দেশে ফিরে অভিনয় শুরু করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মডেল ও অভিনেত্রী মোনালিসা। অবশ্য দেশে ফিরেই তিনি বলেছিলেন, এবারের ঈদের বেশ কিছু নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপন করবেন। তার ঘোষণা মতোই গত রবিবার থেকে অভিনয় শুরু করেছেন। উত্তরার একটি শূটিং হাউজে রাইমা ইসলাম শিমু’র নির্দেশনায় ‘আমরা ভিনদেশী তারা’ নাটকে তিনি অভিনয় করেছেন। নাটকে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আফরান নিশো। নাটকের গল্প মূলত মোনালিসাকে কেন্দ্র করে। পরিচালক রাইমা ইসলাম শিমু বলেন, ভিনদেশী তারা এমনই একটি গল্প যাতে অভিনয়ের জন্য মোনালিসাকেই প্রয়োজন। মোনালিসা রাজী হয়েছেন বলেই কাজটি করা হচ্ছে। তা নাহলে হয়তো নাটকটি আপাতত হতো না।’ মোনালিসা বলেন, দেশে আসার পর ঠিকমতো বিশ্রাম করতে পারছিলাম না। তাই ভেবেছিলাম মে মাসের প্রথম সপ্তাহ থেকে কাজ শুরু করবো। কিন্তু ভিনদেশী তারা নাটকের গল্প ভালোলাগায় অবশেষে কাজ শুরু করে দিলাম। এতে আমার সহশিল্পী আফরান নিশো। আমরা দু’জন কাজটি বেশ উপভোগ করছি। আশা করছি, আমার প্রথম কাজটি ভালো হবে।’ রাইমা ইসলাম শিমু জানান, আগামী ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। উল্লেখ্য, গত পহেলা বৈশাখের দু’দিন আগে ঢাকায় ফিরেন মোনালিসা। পহেলা বৈশাখের দিন বিভিন্ন অনুষ্ঠানে দীর্ঘদিনের সহকর্মী’সহ অন্যান্যদের সঙ্গে দেখা করেন। একটি স্যাটেলাইট চ্যানেলে ও একটি এফএম রেডিও অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।