Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাহুবলে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

হবিগঞ্জ জেলা সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবল উপজেলার জারিয়া গ্রামে টাকা চুরি নিয়ে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষ চলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
জানা গেছে, উপজেলার জারিয়া গ্রামের মাদ্রাসা শিক্ষক আব্দুল হান্নান সোমবার দুপুরে পুকুর পাড়ে টাকা রেখে গোসল করতে নামেন। এ সময় একই গ্রামের মাদ্রাসা ছাত্র আব্দুল হান্নান এ টাকা নিয়ে যায় বলে শিক্ষক অভিযোগ করেন। এ নিয়ে সোমবার বিকেলে মাদ্রাসা ছাত্র হান্নানকে তার ভাই মারপিট করেন। মঙ্গলবার সকালে মাদ্রাসায় গেলে হুজুরও তাকে মারধর করে। এ বিষয়টি এলাকায় জানাজানি হলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি মোশাররফ হোসেনের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ