Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলকুচিতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ট্রাকচাপায় আলহাজ হোসেন (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মাইঝাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুই ছাত্র আহত হয়েছে। পরে এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। আলহাজ হোসেন মাইঝাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও চর মাইঝাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। আহত দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল আলহাজ ও তার দুই সহপাঠী। পথে বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলহাজ নিহত ও আহত হয় অপর দুইজন। পরে স্থানীয়রা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ