Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবন্ধীদের জন্য যথাযথ সুযোগ তৈরি করা সম্ভব হয়নি -রাশেদ খান মেনন

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নেয়া দরকার। আইন প্রণয়ন, আইনের বাস্তবায়ন এবং সচেতনতাই পারে প্রতিবন্ধীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে। এই লক্ষ্যেই সরকার কাজ করছে। তবে এখনও সকল প্রতিবন্ধীদের জন্য যথাযথ সুযোগ তৈরি করা সম্ভব হয়নি। গতকাল শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত দেশে প্রথমবারের মত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে ’যুক্তি আলোয় দেখি’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি একথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজ-এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। উদ্বোধনী প্রতিযোগিতায় “সচেতনতাই পারে দৃষ্টি-প্রতিবন্ধীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে”-শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়কে পরাজিত করে ঢাকা বিশ^বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও প্রতিযোগিতায় অন্যান্য অংশগ্রহণকারী দল হিসেবে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়, রাজশাহী বিশ^বিদ্যালয়, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ এবং ইডেন মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দৃষ্টি প্রতিবন্ধীরা অংশ গ্রহণ করছে।
প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হলে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। মন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিশেষ চাহিদা বিবেচনায় পর্যাপ্ত অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সরকার তথ্য-প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধীদের উন্নয়নে নানামূখী কাজ করছে। ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দৃষ্টি-প্রতিবন্ধীদের জন্য এখনও প্রয়োজনীয় শিক্ষার পরিবেশ ও অবকাঠামো নিশ্চিত করা সম্ভব হয়নি। সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্যে নেই উঠানামার র‌্যামপ। সরকারিভাবে দশম শ্রেণী পর্যন্ত ব্রেইল পদ্ধতিতে বই পাওয়া গেলেও কলেজ-বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষাগ্রহণে এখনও ব্রেইল বই বা বিকল্প ব্যবস্থা গড়ে উঠেনি।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ