Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় শ্রমিকবাহী বাস ড্রেনে পড়ে আহত ৩০

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সাভার থেকে স্টাফ রিপোর্টার : সাভারের আশুলিয়ায় শ্রমিকবাহী বাস ড্রেনে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ সকালে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার ডিইপিজেডের পুরাতন জোনে এ ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শ্রমিকরা জানায়, আজ সকালে ডিইপিজেডের বিদেশি মালিকানাধীন সাউথ চায়না গোল্ডটেক্স লিমিটেড কারখানার শ্রমিকরা কারখানায় যাওয়ার জন্য সাভার থেকে শ্রমিকবাহী বাসে রওয়ানা দেন। পরে বাসটি নিজ গার্মেন্টস সাউথ চায়না গোল্ডটেক্স লিমিটেড গার্মেন্টস এর সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে যায়। এসময় বাসে থানা ৬০ জন শ্রমিকের মধ্যে ৩০ জন আহত হয়। পরে কারখানা কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ