বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : বকেয়া বেতন প্রদানসহ ৫দফা দাবিতে দ্বিতীয় দিনের মত খুলনার ৭টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের লাগাতার ধর্মঘট চলছে। আজ থেকে তাদের আন্দোলনে নতুন করে যুক্ত হয়েছে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি। মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি চলবে দুপুর ২টা পর্যন্ত।এ কারণে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর পাশাপাশি অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
সোমবার সকাল থেকে রাষ্ট্রায়ত্ত পাটকলের সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের আহ্বানে ৭টি রাষ্ট্রায়ত্ত পাটকলে লাগাতার ধর্মঘট কর্মসূচি পালিত হচ্ছে। আজ ওই কর্মসূচির দ্বিতীয় দিন।প্রায় ৩৫ হাজার শ্রমিক এ ধর্মঘটে অংশগ্রহণ করছেন। গত রোববার এ ধর্মঘটের ডাক দেয়া হয়। দাবি আদায়ে ইতিপূর্বে রাজপথ, রেলপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।