Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

র‌্যাম্পেজ

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ব্র্যাড পিটন পরিচালিত সাই-ফাই অ্যাডভেঞ্চার ফিল্ম ‘র‌্যাম্পেজ’। ‘ক্যাটস অ্যাড ডগস : দ্য রিভেঞ্জ অফ কিটি গ্যালোর’ (২০১০), ‘জার্নি টু : দ্য মিস্টেরিয়াস আইল্যান্ড’ (২০১২), ‘স্যান অ্যান্ড্রিয়াস’ (২০১৫) এবং ‘ইনকার্নেট’ (২০১৬) পিটন পরিচালিত চলচ্চিত্র। ৮০ দশকের একই নামের জনপ্রিয় আর্কেড গেম অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
অত্যন্ত চৌকস সিলভার ব্যাক গরিলা জর্জ ছোট বেলা থেকেই প্রাইমেট বিশেষজ্ঞ ডেভিস ওকোয়ের (ডোয়েন জনসন)। এমনিতে হিংস্রতার ভাব দেখালেও আসলে খুব বন্ধুত্বপূর্ণ, বিশেষ করে ডেভিসের সঙ্গে তার গভীর বন্ধুত্ব। এমন কী সঙ্কেত ভাষায় তাদের ভাবেরও আদান প্রদান হয়। একদিন একটি বিশেষ সিরামের প্রভাবে তার শারীরিক পরিবর্তন দেখা দেয়। প্রতিদিনেই তার আকার বড় হতে থাকে দ্রæত। তার তার আচরণও বদলাতে থাকে। ড. কেইট ক্যাল্ডওয়েল (নেওমি হ্যারিস) জানায় তার মধ্যে জেনেটিক পরিবর্তন হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন জানা যায় একটি নেকড়ে আর কুমীরেরও একই অবস্থা হয়েছে। জানা যায় ক্লেয়ার উইডেন (ম্যালিন একারম্যান) আর একদল বিজ্ঞানী প্রজেক্ট র‌্যাম্পেজ নামে একটি গবেষণার ফলই প্রাণীদের এই আকার বৃদ্ধি। ডেভিস আর কেইট জীবনের ঝুঁকি নিয়ে হলেও জর্জের জন্য একটি অ্যান্টিডোট বের করার উদ্যোগ নেয়।
হলিউড শীর্ষ পাঁচ
১ আ কোয়ায়েট প্লেস
২ র‌্যাম্পেজ
৩ ট্রুথ অর ডেয়ার
৪ রেডি প্লেয়ার ওয়ান
৫ বøকার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ