Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অংকুর মাহমুদ-এর চাঁদের আলো-২

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: চাঁদের আলো-২ নিয়ে হাজির হয়েছেন গায়ক ও সঙ্গীত পরিচালক অংকুর মাহমুদ। ২০১৭ সালে চাঁদের আলো গানটি গেয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন এই শিল্পী। এ ধারাবাহিকতায় ঈগল মিউজিকের ব্যানারে এসেছে চাঁদের আলো-১ এর সিকুইয়াল চাঁদের আলো-২। ভিডিওটি নির্মাণ করেছে ঈগল টিম। গানটিতে অভিনয় করেছেন শহিদুজ্জামান রাসেল ও আনিকা। স¤প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে গানটির শূটিং স¤পন্ন হয়। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন অংকুর মাহমুদ নিজেই। অংকুর মাহমুদ জানান, চাঁদের আলো-১ গানটি প্রকাশিত হবার পর ব্যাপক শ্রোতাপ্রিয় হয়। তাই এবার চাঁদের আলো-২ এসেছে। চেষ্টা করেছি খুব ভাল কিছু শ্রোতাদের উপহার দেয়ার। আশা করছি, এ গানটিও শ্রোতাদের ভালবাসা কুড়াবে। গানপ্রিয় মানুষের ভালবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ