Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলশানে আমিন জুয়েলার্সে চুরির ঘটনায় ৪ জন আটক

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশান-২ নম্বরে ডিসিসি মার্কেটের ছাদের একটি অংশ কেটে আমিন জুয়েলার্সের শো-রুম থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
গুলশান-২ নম্বরে ডিসিসি মার্কেটে আমিন জুয়েলার্সের শো-রুমের নিরাপত্তা প্রধান ছিলেন আবদুস সোবহান। তার পরিকল্পনাতেই জুয়েলার্সটি থেকে ৬৮৯ ভরি স্বর্ণ ও ২০ লাখ টাকা চুরি হয়েছে বলে পুলিশের দাবি। তবে চুরি যাওয়া স্বর্ণ ও টাকা এরইমধ্যেই উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে ৪ জনকে আটকও করা হয়েছে।
গতকাল বুধবার গুলশান থানায় সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশের গুলশান অঞ্চলের উপ-কমিশনার মুসতাক আহমেদ ওই চুরির বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
মুসতাক আহমেদ বলেন, আমিন জুয়েলার্সের নিরাপত্তা প্রধান সোবহান এবং তার এক সহযোগী সাদ্দাম মিলে অনেক আগে থেকেই চুরির পরিকল্পনা করেন। পহেলা বৈশাখের রাতে কর্মচারীরা বিক্রয়কেন্দ্র বন্ধ করে চলে যাওয়ার পর ছাদ কাটেন সোবহান ও সাদ্দাম। পরে ভেতরে ঢুকে স্বর্ণ ও টাকা চুরি করেন সোবহান। সাদ্দামের শারীরিক গঠন মোটা হওয়ায় তিনি ছাদের কাটা দিয়ে ভেতরে যেতে পারেন নি।
তিনি বলেন, নিরাপত্তা প্রধান সোবহানকে ঘিরেই পুলিশের প্রথম থেকেই সন্দেহ ছিলো। কিন্তু তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তা অস্বীকার করেন। শরীরে কিছু ছিলে যাওয়ার দাগ দেখিয়ে এর কারণ জানতে চাইলে তার কোনো ব্যাখ্যা দিতে পারেন নি তিনি। এক পর্যায়ে সোবহান ছাদ কেটে চুরির কথা স্বীকার করেন।
এর আগে সোবহানের দেওয়া তথ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম বড়ালী গ্রামে সাদ্দামের বাড়ি থেকে ২১১ ভরি স্বর্ণ ও নগদ ১১ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম বলেন, শনিবার দিনগত রাতে ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম চরবড়ালী প্রামের আনোয়ার হোসেন গাজী আনুর ছেলে সাদ্দামসহ (২৫) চোর চক্রের সদস্যরা আমিন জুয়েলার্স থেকে স্বর্ণ ও নগদ টাকা চুরি করে। পরে টাকা ও স্বর্ণ নিয়ে সাদ্দাম তার খালার বাড়ি চরবড়ালী রাজা অন্ধের বাড়িতে রাখেন। সাদ্দাম ও তার বাবা ঢাকায় থাকতেন। কিন্তু চুরির ঘটনার পর সাদ্দামের বাবা আনোয়ার তার গ্রামের বাড়িতে চলে যান। আর সাদ্দাম পলাতক রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ