Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে - ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইস্লামী ঐক্যজোটের নেতৃবৃন্দ বলেছেন, সরকার স্বাধীন বিচার ব্যবস্থা, গনতন্ত্র এবং অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় না। তারা গুম, খুন, হত্যা, হামলা,মামলা, জেল ও নির্যাতনের মাধ্যমে দেশকে কারাগারে পরিনত করতে চায়। তাই সকল জাতীয়তাবাদী, গণতান্ত্রিক, দেশ প্রেমিক ও ইসলাম প্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। আল্লামা মুছলেহ উদ্দীন (রহঃ) মিলনায়তনে গতকাল আলোচনা সভায় বক্তগণ এসব কথা বলেন। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকীব এডভোকেট এর সভাপতিত্বে ও ইসলামী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাওলানা শওকত আমীন এর পরিচালনায় আরো বত্তব্য রাখেন, মাওলানা আব্দুল করিম খান, মাওলানা কামরুজ্জামন রুকন, মাওলানা ইলিয়াস আতহারী, মাওঃ আনোয়ার হোসাইন আনসারী, মাওলানা নাজমুল হক, সৈয়দ মোঃ হাছ্ছান, ইসলামী ছাত্র সমাজের সভাপতি হাফেজ হাবিবুর রহমান ও মহাসচিব আরিফ মাহমুদ প্রমূখ।

 



 

Show all comments
  • গনতন্ত্র ১৯ এপ্রিল, ২০১৮, ১:৪৬ এএম says : 0
    জনগন বলছেন, “ ভাবনা – ২০১৮ “ কত কত দেশ করেছিল জয় পতাকা হাতে বীর মুসলমান, অধিকার আদায়ে এত দ্বিধা-দ্বন্দ ঈমানের জোড় কি হারিয়ে ফেললাম ? বিড়ালের গলায় কে বাঁধিবে ঘন্টা সাহস এখানে খাচ্ছে মার, গনআন্দোলনে গনতন্ত্র উদ্দার একথা শুনেছি অসংখ বার ? কার হাতে থাকবে পতাকা এ নয় কি আসল ব্যপার, দেখিনা কি হয় ভাবতে ভাবতে চোর কি থেমে থাকবে আর ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ