Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজীদের বিমান ভাড়া কমানো’র লক্ষ্যে হজ ফ্লাইটে সউদী প্রবাসীদের

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

দেশে ফেরার সুযোগ দিন-হজযাত্রী কল্যাণ পরিষদ
স্টাফ রিপোর্টার : চলতি বছর হজ্বযাত্রীদের সউদী আরব যাওয়া আসা বিমান ভাড়া নির্ধারণ করা হচ্ছে ১ লাখ ৩৮ হাজার টাকার উপরে। ওমরা যাত্রীদের ক্ষেত্রে সউদী আরব যাওয়া আসা প্রায় ৫৫ হাজার টাকা। সউদী প্রবাসীদের ক্ষেত্রে দেশে আসা যাওয়া ৪০/৫০ হাজার টাকা উঠা নামা করে। বাংলাদেশ বিমানের যৌক্তিকতা হচ্ছে হজ্বযাত্রীদের জন্য বিদেশ থেকে বিমান ভাড়া করতে হয় এবং দেশ থেকে হাজীদের জেদ্দা নামিয়ে দিয়ে খালি আসতে হয়, হজ্বের পর হজ্বযাত্রীদের আনতে খালি যেতে হয়।
হজ্বযাত্রী কল্যাণ পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী ও মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম এক বিবৃতিতে বলেন, হজ্ব ফ্লাইটে সউদী প্রবাসীদের সুযোগ দেয়া হউক। তারা যাতে কম ভাড়ায় খালি ফ্লাইটে হজ্বের সময় দেশে আসা যাওয়া করতে পারে। অর্থাৎ হজ্ব ফ্লাইটে সউদী প্রবাসীদের আসা যাওয়ার সুযোগ করে দিয়ে হজ্বযাত্রীদের ভাড়া কমানো হউক।

 



 

Show all comments
  • মোঃ আব্দুল হালিম ২০ এপ্রিল, ২০১৮, ৩:৫৮ এএম says : 1
    খুব ভালো প্রস্তাব । বিবেচনা করা গেলে এক সাথে সম্মানিত হজ্জ যাত্রী , প্রবাসী ভাই বোন ও বিমানের ও লাভ ।
    Total Reply(0) Reply
  • শফিকুল আলম বুলবুল ২১ এপ্রিল, ২০১৮, ১০:০৩ এএম says : 0
    বিমান ভাড়া কমালে হজ্জযাএীদের অনেক উপকার হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ