পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান উনড়বয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৬’ পেয়েছে প্রাণ ফুডস্ লিমিটেড। বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু’র কাছ থেকে পুরস্কার গ্রহন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। এবার বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো ও রাষ্ট্রায়ত্ত এই পাঁচ ক্যাটাগরিতে ১২ শিল্প প্রতিষ্ঠানকে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এর মধ্যে প্রাণ ফুডস্ লিমিটেড মাঝাড়ি শিল্প ক্যাটাগড়িতে দ্বিতীয় পুরস্কার অর্জন করে।
শিল্প মন্ত্রাণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান ও ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের পরিচালক এস.এম. আশরাফুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। - বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।