Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় মেম্বরের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

 

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫নং রাধাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বর মহানন্দের বিরুদ্ধে ভুয়া শ্রমিক দেখিয়ে কর্মসৃজন প্রকল্প ইজিপিপি’র অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক অভিযোগটি করেছেন স্থানীয় জনতা। অভিযোগে তারা বলেন, মেম্বর মহানন্দ হতদরিদ্রের জন্য কর্মসৃজন প্রকল্পে ভুয়া শ্রমিকের নাম দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচেছন এবং স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে একই পরিবারের ২/৩টি করে নাম দিয়ে সুযোগ সুবিধা দিচ্ছেন। যারা সরকারের সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য তারা না পেয়ে তার পছন্দের লোকেরা পাচ্ছে। তারা জানান কর্মসৃজন প্রকল্পের ১জন শ্রমিকের প্রতিদিন ২শ’ টাকা হাজিরা ৪০ দিনে ৮ হাজার টাকা এ ভাবে কয়েকজন শ্রমিকের ভুয়া নাম দিয়ে তাদের নামের টাকা গুলো মেম্বর হাতিয়ে নিচ্ছেন। এছাড়াও সরকারের বিভিন্ন এলজিএসপি, টিআর, কাবিখা সহ বিভিন্ন প্রকল্পের নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে মেম্বরের বক্তব্য পাওয়ার জন্য তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা ঘটনাটি তদন্ত করে ব্যবস্থাগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দাবী জানিয়েছেন। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জহুরুল ইসলাম বলেছেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদন দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ