বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের কাছে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন গতকাল লাইনচ্যুত হয়েছে। বিকেলের এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আখাউড়া থেকে উদ্ধারকারি একটি ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শেষ করতে তিন থেকে চার ঘন্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সূত্র জানায়, ট্রেনটি বিকেল চারটার দিকে আখাউড়া ছেড়ে যায়। ইমামবাড়ি রেলওয়ে স্টেশন পার হওয়ার পর ট্রেনের ইঞ্জিনের পিছনের বগি লাইনচ্যুত হয়ে যায়। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারি ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়। পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে এ বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারে নি।
আখাউড়া রেলওয়ে জংশনের রিলিফ ট্রেন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়।’ তিনি জানান, তদন্ত করলে বলা যাবে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।