Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যালিকাকে ভারতে পাচার চেষ্টাকালে দুলাভাই গ্রেফতার!

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইলের কালিয়ায় শ্যালিকা হালিমা খাতুন (১১) নামের এক কিশোরীকে ভারতে পাচার চেষ্টাকালে দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে দুলাভাই রানাকে (২৬) কালিয়া থেকে গ্রেফতার করা হয়। রানা কালিয়া উপজেলার মাথাভাঙ্গা গ্রামের পান্নু মোল্যার ছেলে। পুলিশ জানায়, শ্যালিকা হালিমা খাতুনকে (১১) পিকনিকে যাওয়ার কথা বলে দুলাভাই রানা ভারতে পাচারের চেষ্টা করছিল। এ উদ্দেশ্যে হালিমাকে গত ১১ এপ্রিল কালিয়া থেকে চট্রগ্রামে নিয়ে যায়। পরে হালিমাকে ঢাকায় এনে রাখা হয়। কয়েকদিনে মেয়ের কোনো খোঁজখবর না পেয়ে হালিমার মায়ের সন্দেহ হয়। হালিমার মা নাজমা বেগম বিষয়টি কালিয়া থানা পুলিশকে অবগত করেন। এদিকে, হালিমাকে নিয়ে দুলাভাই রানা ঢাকা থেকে নড়াইলে ফেরার পথে রানাকে আটক করে কালিয়া থানা পুলিশ। এ সময় হালিমাকে উদ্ধার করা হয়।
জানা যায়, প্রায় চার বছর আগে রানা মোল্যার সঙ্গে নড়াইলের কালিয়ার বড়নাল গ্রামের হাসমত মোল্যার মেয়ে প্রিয়া সুলতানার বিয়ে হয়। প্রিয়ার ছোট বোন হালিমাকে পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলে ভারতে পাচারের চেষ্টা চালায় রানা। কালিয়া থানার ওসি শেখ শমসের আলী বলেন, এ ঘটনায় হালিমার মা নাজমা বেগম বাদী হয়ে রানার নামে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ