Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্য গ্রেফতার

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : নগরীতে প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল পাল্টে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে এক বিশ্ববিদ্যালয় ছাত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার মোঃ আফজাল (২১) বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। আর মোঃ আব্দুল্লাহ ফাহিম (১৯) একটি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ছেন। র‌্যাব জানায়, তারা প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য। নগরীর দামপাড়া এক নম্বর গলি থেকে সোমবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান জানান, তাদের কাছ থেকে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত ৬টি মোবাইল সেট এবং ১২টি সীম কার্ড জব্দ করা হয়। র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে ফেইসবুক ও হোয়াটস অ্যাপ ব্যবহার করে তারা প্রথম প্রশ্ন ফাঁস চক্রের সাথে যোগাযোগ করে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য গ্রæপের সাথে যুক্ত হয়। প্রশ্নফাঁসের কথা বলে তারা ফেইসবুকে ভুয়া প্রশ্ন ছড়িয়ে দেয় এবং বিকাশের মাধ্যমে টাকা নেয়। তারা গেল এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত ছিল বলেও স্বীকার করে। এছাড়া শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষার ফলাফল পরিবর্তন করে দেওয়ার প্রলোভন দেখিয়েও তারা টাকা আদায় করে আসছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ