Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে অনুমোদনহীন আবাসন প্রকল্পের সাইনবোর্ড উচ্ছেদ

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন ছয়টি আবাসন প্রকল্পের অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া, কাঞ্চন পৌরসভার ছনপড়া, ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে বেষ্টওয়ে ইকোভিলেজ, উদ্দ্যেগসিটি, পূর্বাচল গ্রীন ল্যান্ড টাউন. রিচমনড কানাডা সিটি পূর্বাচল, কানাডা সিটি, পূর্বাচল ফামাক সিটি, প্রবাসী পল্লীসহ ছয়টি আবাসন প্রকল্পের কোন ধরনের কোন নিবন্ধন ও আনুমোদন না থাকায় এসব আবাসন প্রকল্পের মোট ৮টি ঢালাই করা পাকা সাইনবোর্ড ও ২টি মূলগেট ভেঙে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী তানজিলা খানম,্র নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম, জাতীয় গৃহায়ন কতৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী শেখ সোহেল রানা, জিয়াউর রহমান, রাজউকের সহারী অথোরাইজ অফিসার সনিয়া আক্তার, রূপগঞ্জ থানার উপপরিদর্শক সফিউদ্দিন প্রমুখ। এ সময় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী তানজিলা খানম বলেন, জাতীয় গৃহায়ন কতৃপক্ষের অনুমোদন না থাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল বলেন, যেসব আবাসনের অনুমোদন নেই তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ