Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনোহরদীর সাবেক এমপি ড.সাহাব উদ্দিনের ইন্তেকাল

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি, নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড.মোহাম্মদ সাহাব উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহির ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল সাড়ে ৮ টায় নরসিংদী সরকারী কলেজ মাঠে প্রথম জানাজা ও বাদ যোহর তার গ্রামের বাড়ী মনোহরদী উপজেলার বীর মাইজদিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধের মনোহরদী অঞ্চলের অন্যতম সংগঠক ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি মনোহরদী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাবস্থায় তৎকালীন এমপি গাজী ফজলুর রহমানকে ১৯৭৪ সালে সর্বহারা পার্টির সদস্যরা হত্যা করার পর উপ-নির্বাচনে তিনি প্রতিদ্ব›িদ্বতা করে এমপি নির্বাচিত হয়েছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ