বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোটি টাকার বাণিজ্যের অভিযোগ
ল²ীপুর সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম জোট বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও ল²ীপুর ১ রামগঞ্জ আসনের মহাজোট মনোনিত সাংসদ লায়ন এম এ আউয়ালকে দলের মহাসচিব থেকে (অপসারণ) অব্যাহতি দেয়া হয়েছে। বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নজিবুল বশর মাইজভান্ডারী সভাপতিত্বে গত সোমবার বেলা ১১টায় সংগঠনের ধানমন্ডিস্থ নিজস্ব কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দলের সাংগঠনিক কাঠামো ও রাজনৈতিক কর্মকান্ড গতিশীল করার লক্ষে দলের প্রেসিডিয়াম সদস্যগণ এমন সিদ্ধান্ত গ্রহণ করেন। অপরিকে দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরীকে নতুন মহাসচিব নিয়োগ করা হয়েছে।
বাংলাদেশ তরিকত ফেডারেশনের দলীয় প্যাডে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এ ব্যাপারে সোমবার দলটির দপ্তর সম্পাদক মোঃ সেলিম মিয়াজি স্বাক্ষরিত চিঠি বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়। তবে বিষয়টি ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে লায়ন এম এ আউয়াল জানান, আগামী ২৮এপ্রিল বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বি.টি.এফ) কেন্দ্রীয় সম্মেলন হওয়ার কথা থাকলেও অত্যান্ত সু-কৌশলে দলের চেয়ারম্যানকে জনৈক এক প্রভাবশালী ব্যক্তি ৫ কোটি টাকা দিয়ে এ অপসারন করিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।