Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমি র‌্যাগিংয়ে অসুস্থ শিক্ষার্থী হাসপাতালে

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

 

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমিতে র‌্যাগিংয়ের নামে নির্যাতনে গুরুতর অসুস্থ এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ সুকান্ত সরকার সাম্য (১৯) ওই একাডেমিতে ভর্তি হয়। ভর্তির মাত্র ৫ দিনের মাথায় গত ১৪ এপ্রিল র‌্যাগিংয়ের নামে সিনিয়রদের নির্যাতনে অসুস্থ হয়ে পড়ে সে। সাম্যের বাবা সুরেশ চন্দ্র সরকার জানান, চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত¡াবধানে তার চিকিৎসা চলছে। সাম্যের পরিবারের সদস্যরা জানান, একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ সাম্যকে দেখতে বক্ষব্যাধি হাসপাতালে যান। যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন তিনি। সাম্যদের বাসা ঢাকার মহাখালীতে। সে ২০১৫ সালে ঢাকার বিএএফ শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও মোহাম্মদপুরের সেন্ট জোসেফ কলেজ থেকে ২০১৭ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ