Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মূসক আদায়ে সচেতনতা বৃদ্ধির আহŸান রিহ্যাবের

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


ভ্যাট কমিশনারের সাথে মতবিনিময়
চট্টগ্রাম ব্যুরো : মূল্য সংযোজন কর-মূসক আদায়ে এবং উৎসে মূসক কর্তন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহŸান জানিয়ে রিহ্যাব কর্মকর্তারা বলেছেন, মূসক কর্তন সম্পর্কে রিহ্যাব সদস্যরা যথাযথভাবে অবগত নন। এ বিষয়ে কর্মশালা আয়োজনের আহŸান জানান তারা। গতকাল (মঙ্গলবার) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কনফারেন্স হলে মতবিনিময় সভায় এ আহŸান জানানো হয়। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরীর নেতৃত্বে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ গোলাম কিবরীয়ার সাথে মতবিনিময় করেন রিহ্যাব নেতারা। সভায় সৈয়দ গোলাম কিবরীয়া বলেন, রিহ্যাব সদস্যরা মানুষের অন্যতম মৌলিক চাহিদা বাসস্থানের যোগানদাতা এবং জাতীয় প্রবৃদ্ধির অন্যতম অংশীদার। তিনি রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সকল প্রতিষ্ঠানের অংশগ্রহণে উৎসে মূসক কর্তন বিষয়ে আয়োজিত কর্মশালায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট পক্ষ থেকে উৎসে মূসক কর্তন সম্পর্কে সকলকে বিস্তারিত অবহিত করার আশ্বাস দেন। মতবিনিময় সভায় রিহ্যাব কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ দিদারুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ