Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

লক্ষ্মীপুরে দুই ভাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ল²ীপুর সংবাদদাতা : ল²ীপুর মদিন উল্লাহ চৌধুরী হাউজিংএর মালিক মোরশেদ আলম চৌধুরী ও কামরুল আলম চৌধুরীসহ দুই ভাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কলেজ রোডস্থ জিয়া ভিলায় এ সংবাদ সম্মেলন করেন রুবেল পাটোয়ারী নামের ভুক্তভোগী এক পরিবারের সদস্য।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ল²ীপুরের বাসিন্দা মদিন উল্লাহ চৌধুরীর দুই ছেলে মোরশেদ আলম ও কামরুল আলম তাদের মালিকানাধীন সমসেরাবাদ মৌজার সোয়া ৩ শতক জমি ক্রয় বিক্রয় নিয়ে প্রতারণা করেছেন। একই জমি আগে পরে দুইবার দানপত্র ও রেজিষ্ট্রি হয়। এতে জমি ক্রয় করে দুই ভাইয়ের প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন রুবেল।
এছাড়া এর আগে কামরুল আলম চৌধুরী স্থানীয় সোনা মিয়া ঈদগাহ মসজিদের জন্য সরকারি এক কর্মকর্তার কাছ থেকে দুই লাখ টাকা অনুদান নিয়ে মসজিদের ফান্ডে জমা না দিয়ে তা আত্মসাৎসহ কাতার প্রবাসী নিজাম উদ্দিন হাউজিংয়ে একটি বাড়ী ক্রয় করে তাকে ৫ লাখ টাকা চাঁদা দিতে হয়েছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
এদিকে এসব অভিযোগ সম্পর্কে তাদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য জানা যায়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ