পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জলঢাকা উপজেলা (নীলফামারী) সংবাদদাতা : আমাকে রংপুরের ২২টি আসন দেন আমি আপনাদের সরকার উপহার দিব। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন“১০ টাকা কেজির চাল আর ঘরে ঘরে চাকুরী দেবার প্রতিশ্রæতি দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলো। তবে বর্তমান সরকার তার দেয়া প্রতিশ্রæতি রক্ষা করতে পারে নাই। মানুষ ১০ টাকার চাল ৪০-৫০ টাকায় কিনছে আর বেকাররা চাকুরীও পায়নি”। গতকাল সোমবার দুপুরে নীলফামারীর জলঢাকায় ডাঃ বাদশা আলমগীরসহ কিছু নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত জনসভায় কথাগুলো বলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহম্মদ এরশাদ। ১৬ মিনিটের বক্তব্যে এরশাদ খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, আমার প্রতি যে অত্যাচার আপনি করেছিলেন তার প্রতিফলনে আল্লাহ আপনার বিচার করেছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে কলেন খালেদা জিয়া আজ কোথায় ? ডাকবাংলো মাঠের জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ্ আব্দুল কাদের বুলু চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান জি.এম কাদের, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা, বিরোধী দলীয় হুইপ শওকত আলী চৌধুরী এমপি, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। সরকারের কড়া সমালোচনা করে এরশাদ তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের সময় মানুষ অত্যাচার, খুন, গুম আর জুলুম ছাড়া কিছুই পায়নি। আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে থাকবে”। উন্নয়ন যতটুকু হয়েছে সব ঢাকায়, ঢাকার বাহিরে কোনো উন্নয়ন হয়নি। আমি তিস্তা ব্যারেজ করেছিলাম, তবে তিস্তা আজ ধু ধু বালুচর। তিস্তা নদীতে এখন গরু গাড়ি চড়ে।
রংপুরে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান
রংপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জাসদ নেতা মাসুদ নবী মুন্না এবং একই দলের অপর নেতা ও রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোখলেসুর রহমান তরুসহ বিভিন্ন দলের প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।
গতকাল সোমবার সকালে নগরীর দর্শনাস্থ ‘পল্লী নিবাস’ এ তারা জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, জাতীয় পার্টি একটি আস্থার সংগঠন। এ সংগঠনের প্রতি সকলেই আস্থা রাখতে পারে। তাই তো দেশের সচেতন মানুষ ও রাজনীতিবিদদের জন্য এ দলের রাস্তা সার্বক্ষনিক খোলা। জাতীয় পার্টি আজ একটি সুসংগঠিত দলে পরিনত হয়েছে। দেশের সাধারণ মানুষ এ দলের প্রতি আস্থা পাচ্ছে। যোগদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের জনগণ উদ্বিগ্ন-উৎকন্ঠিত। কারও কোন নিরাপত্তা নেই। এ সরকার দেশের মানুষের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই দেশের মানুষ এ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি কোনটাকেই চায় না। তারা জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। তাই সারা দেশে জাতীয় পার্টির প্রতি গণজোয়ার সৃষ্টি হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তাফ, ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অবঃ খালেদ আক্তার ও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখরুজ্জামান জাহাঙ্গীরসহ প্রমূখ নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।