পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নিজেদের মজুদ ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। এ লক্ষ্যে বন্দর নগরী চট্টগ্রাম, মৌলভীবাজার ও রংপুরে নতুন ১১টি গুদাম নির্মাণ করবে বাণিজ্য মন্ত্রণালয়। জানা গেছে, নতুন গুদাম নির্মাণের জন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। যা পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পের আওতায় গুদাম নির্মাণ ছাড়াও দুটি আঞ্চলিক কার্যালয় নির্মাণ করা হবে। এ বিষয়ে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মো. গোলাম আম্বিয়া বলেছেন, বর্তমানে পণ্য মজুদ করতে বেশ কয়েকটি ভাড়া গুদাম ব্যবহার করা হচ্ছে। নিজস্ব গুদাম হলে ভাড়া বাবদ খরচ কমবে। পাশাপাশি টিসিবির সংরক্ষণ ক্ষমতাও বাড়বে। বর্তমানে সারাদেশে ১৫টি গুদামে টিসিবি পণ্য মজুদ করে। এর মধ্যে মাত্র চারটি গুদাম টিসিবির নিজস্ব। ৭৫ হাজার ৪০০ বর্গফুটের এ চারটি গুদামের ধারণক্ষমতা ১৫ হাজার টন। এ ছাড়া খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, মৌলভৗবাজার ও ময়মনসিংহে ১১ ভাড়া গুদামে টিসিবি পণ্য সংরক্ষণ করে। টিসিবি সারা বছর পণ্য মজুদ না করলেও এসব গুদামের জন্য বছরব্যাপী ভাড়া দিতে হয়। এদিকে প্রকল্পে যেসব খাতে ব্যয় দেখানো হয়েছে, তা নিয়ে আপত্তি তুলেছে পরিকল্পনা কমিশনের মূল্যায়ন কমিটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।