বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর চারঘাট উপজেলা থেকে রনি সরকার (২০) নামে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্য আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার রাওথা গ্রাম থেকে তাকে আটক করা হয়। রনি একই গ্রামের কালাম সরকারের ছেলে।
র্যাব-৫ এর উপ-পরিচালক মেজর আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে ওই গ্রামে অভিযান চালায় র্যাব। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ, বিতরণ ও বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রনিকে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ১৪টি সিম কার্ড, একটি মেমোরি কার্ড, দু’টি কার্ড রিডার, একটি সিপিইউ, একটি মনিটর ও প্রশ্নপত্র বিক্রির নগদ ১০ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে সকালে চারঘাট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় আটকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।