টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
আগামী বছরেই ভাঁজ করা স্মার্টফোন বাজারে আনতে পারে স্যামসাং। ফলে স্মার্টফোনটি ভাঁজ করেই পকেট বা মানিব্যাগে রাখা যাবে। জানা গেছে, ইতিমধ্যেই ভাঁজ করা সম্ভব এমন ডিসপ্লের নমুনা তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি জায়ান্ট। এ বছরের শেষের দিকে বাণিজ্যিকভাবে ডিসপ্লেটি উৎপাদন শুরু হতে পারে বলে প্রত্যাশা করছে স্যামসাং। কোরিয়ার সংবাদ মাধ্যম ইটিনিউজ জানিয়েছে, ভাঁজযোগ্য ডিসপ্লেতে ওএলইডি ব্যবহার করলে তা মাঝ বরাবর ভাঁজ করে মানিব্যাগে রাখা যাবে। প্রয়োজনে ভাঁজ খুলে সেটি ব্যবহার করা যাবে। স্মার্টফোন ও ট্যাবলেটের সমন্বয় হবে এ ডিভাইসটি। ভাঁজ করা অবস্থায় স্মার্টফোনটি ৫ ইঞ্চি ও ভাঁজ খুললে ৭ ইঞ্চি আকারের ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে। এ বিষয়ে স্যামসাংয়ের ডিসপ্লে বিভাগের পরিচালক লি চ্যাং-হুন বলেন, ভাঁজযোগ্য ওএলইডি নিয়ে স্যামসাং এগিয়ে যাচ্ছে। অংশীদারদের সাথে আলোচনা করে সেটি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার পরিকল্পনা হচ্ছে।
স আইটি ডেস্ক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।